কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই জনকে ১৫দিনের কারাদণ্ড
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ২১:৫১
কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই জনকে ১৫দিনের কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ব্রাহ্মণবাড়িয়ার সদরের কৃষি জমির মাটি কাটার অপরাধে দুই যুবককে ১৫দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।


২১ মার্চ, বৃহস্পতিবার দুপুরে উপজেলার বাসুদেব ইউনিয়নের বরিশাল এলাকায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেন সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন।


কারাদণ্ড প্রাপ্তরা হলেন, জেলার বিজয়নগর উপজেলার কাশিনগর গ্রামের আলী আহমদের ছেলে শাহিন (২৫) ও জেলা শহরের কাউতুলি এলাকার সিদ্দিকুর রহমানের ছেলে ইমন (২০)।


এ বিষয়ে সদর উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) মোশারফ হোসেন জানান, কৃষি জমি থেকে কয়েকজন ব্যক্তি ভেকু মেশিন দিয়ে মাটি কর্তন করছিলেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়ায়, দুইজনকে আটক করা হয়। আটকদের প্রত্যেককে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ১৫ দিন করে কারাদণ্ড দেওয়া হয়।


এছাড়া ভেকু মেশিন ও দুটি ট্রাক ঘটনাস্থল থেকে জব্দ করে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার জিম্মায় রাখা হয়।


বিবার্তা/আকঞ্জি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com