কক্সবাজারকে উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ চলছে: গণপূর্ত মন্ত্রী
প্রকাশ : ২১ মার্চ ২০২৪, ১৯:১৫
কক্সবাজারকে উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে গড়ে তুলতে কাজ চলছে: গণপূর্ত মন্ত্রী
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজার যেন সত্যিকার অর্থে বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠে, সেই জন্য গৃহায়ন গণপূর্ত মন্ত্রণালয় সর্বাত্মক চেষ্টা করবে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র. আ. ম উবায়দুল মোকতাদির চৌধুরী।


২১ মার্চ, বৃহস্পতিবার দুপুরে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষ, গণপূর্ত বিভাগ ও নগর উন্নয়ন অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় শেষে সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে মন্ত্রী এ কথা বলেন।


কক্সবাজারের পরিকল্পিত উন্নয়নের জন্য ‘মহাপরিকল্পনা তৈরির’ উপর জোর দেওয়া হচ্ছে মন্তব্য করে মন্ত্রী বলেন, এখানে বিচ ডেভেলপমেন্ট করা দরকার।


কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ থেকে যে প্রস্তাবনাগুলো পাওয়া গেছে সেগুলো পর্যালোচনা করে যেগুলো জরুরি ভিত্তিতে করা দরকার সেই কাজগুলো আমরা করবো।


মন্ত্রী বলেন, সরকারের সবগুলো সংস্থার মিলিত প্রচেষ্টায় আমরা কক্সবাজারকে একটা উন্নত সমৃদ্ধ অঞ্চল হিসেবে, পর্যটকদের জন্য আরও আকর্ষণীয় হিসেবে গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করবো।


এ ক্ষেত্রে প্রত্যেকটা সংস্থার সমন্বয় যাতে থাকে সেটি আমরা নিশ্চিত করতে চাই। যাতে কোন সংস্থার কারণে অন্য কোন সংস্থার কাজ বাধাগ্রস্ত না হয়।


মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নবীরুল ইসলাম, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর মো. নুরুল আবছারসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।


বিবার্তা/ফরহাদ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com