
বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবির (৯) নামে এক শিশু নিহত হয়েছে। আবির উপজেলার রাঙ্গামাটিয়া গ্রামের শাহেন শাহর ছেলে ও স্বপ্নসোপান কে.জি স্কুলের ২য় শ্রেণির ছাত্র।
১৮ মার্চ, সোমবার সকাল ১০টায় শিবগঞ্জ পৌরসভার বানাইল গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, রাঙ্গামাটিয়া সড়কে ট্রাক যার নং বগুড়া ড-১১-১১০০ পিছনের দিকে যাচ্ছিল। সেই মুহুর্তে শিশুটি বাইসাইকেল যোগে প্রাইভেট পড়তে যাওয়ার সময় চালজের অসতর্কতার কারণে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে শিশুটির মৃত্যু হয়।
শিবগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুর রউফ বলেন, ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিশুটির মৃত্যু হয়েছে। কোন অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ঘটনায় গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
বিবার্তা/রাহেনুর/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]