
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদ্যাপন করেছে লক্ষ্মীপুর জেলা প্রশাসন।
১৭ মার্চ, রবিবার দিবসটি উপলক্ষ্যে সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর সংক্ষিপ্ত আলোচনা সভা, কেক কাট, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সুরাইয়া জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতিও লক্ষ্মীপুর-৩ সংসদ সদস্য গোলাম ফারুক পিংকু এমপি, বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও লক্ষ্মীপুর-২ সংসদ সদস্য নূর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, লক্ষ্মীপুর পুলিশ সুপার মোহাম্মদ তারেক বিন রশিদ পিপিএম, জেলা পরিষদের প্রধাননির্বাহী রেজা রাফির সরকার, সিভিল সার্জন আহমেদ কবির, পৌর মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, মুক্তিযোদ্ধা মাহাবুবুল আলম প্রমুখ।
বিবার্তা/সুমন/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]