
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার দুটি ইয়াতিমখানায় ইফতার ও খাদ্য সামগ্রী বিতরণ করেছে স্থানীয় একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠান বিশ্বাস ফাউন্ডেশন।
১৫ মার্চ, শুক্রবার বেলা ১১টায় উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে জিউধরা গ্রামের বিশ্বাস বাড়িতে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে ভার্চুয়াল যোগাযোগ মাধ্যমে প্রধান অতিথি ছিলেন নিশানবাড়িয়া ইউপি চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম।
ফাউন্ডেশনের সহসভাপতি মাস্টার মো. হেমায়েত হোসেন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মোরেলগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি বিএম. রফিকুল ইসলাম মাসুম, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল হক খোকন।
অনুষ্ঠানে মাওলানা মো. ওমর ফারুক, সাবেক ইউপি সদস্য মাস্টার মো. আলতাফ হোসেন প্রমুখ বক্তব্য দেন।
আলোচনা শেষে বিশ্বাস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রবাসী বিশ্বাস সানাউল্লাহ সানীর অর্থায়নে ওই এলাকার মৃধাবাড়ি মাদ্রাসার ইয়াতিমখানা ও বাদাতলা কওমি মাদ্রাসার ইয়াতিমখানায় ইফতার সামগ্রী হিসেবে খেজুর ও খাদ্য সামগ্রী হিসেবে প্রতিটি ইয়াতিম খানায় ২৫ বস্তা করে ২টি ইয়াতিমখানায় ৫০ বস্তা চাল বিতরণ করা হয়।
বিবার্তা/রাজু/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]