
সাতক্ষীরার আশাশুনিতে নির্মাণাধীন একটি ব্রিজে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার কাঁদাকাটি বাঁকা সড়কের শ্রীধরপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, কালিগঞ্জ উপজেলার তারালি গ্রামের নিরঞ্জন ঘোষের ছেলে নয়ন ঘোষ (১৮) ও একই গ্রামের জগন্নাথ ঘোষের ছেলে উইলিয়াম (১৮)।
এছাড়া আহত হয়েছেন তারক ঘোষের ছেলে কর্নেল ঘোষ (১৭)।
আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিশ্বজিৎ কুমার অধিকারী বিষয়টি নিশ্চতি করে জানান, সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যারা মরদেহ দুটি উদ্ধার করেছে। এছাড়া আহত যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]