কুমারখালীতে ৬ ফার্মেসি মালিককে জরিমানা
প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ২০:৩১
কুমারখালীতে ৬ ফার্মেসি মালিককে জরিমানা
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার কুমারখালীতে খেজুর রাখা ঘরে ওষুধ মজুদ রাখা, ওষুধ রাখা ফ্রিজে কাঁচামরিচ, মেয়াদ উত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, ময়লা-আবর্জনা সহ নানা অব্যবস্থাপনার অপরাধে ৬ ফার্মেসি মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।


৫ মার্চ, মঙ্গলবার দুপুর থেকে বিকেল ৩টা পর্যন্ত কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কে কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাতের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।


এসময় জেলা ওষুধ প্রশাসন কার্যালয়ের তত্ত্বাবধায়ক মিঠন কুমার ঘোষ ও কুমারখালী থানা পুলিশ উপস্থিত ছিলেন।


ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নিয়মিত মনিটরিং কার্যক্রমের অংশ হিসেবে অন্তত ১০টি ফার্মেসিতে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট। অভিযানে খেজুর রাখা, ঘরে ওষুধ মজুদ রাখা, ওষুদের ফ্রিজে কাঁচামরিচ রাখা, মেয়াদোত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, ময়লা-আবর্জনা সহ নানা অব্যবস্থাপনার দায়ে ৬টি ফার্মেসিকে অভিযুক্ত করা হয়।


এ অপরাধে ওষুধ ও কসমেটিকস আইনে মোল্লা ফার্মেসির মালিক নাসির উদ্দিনকে ২০হাজার টাকা, বিসমিল্লাহ ফার্মেসির মালিক সেলিম রেজাকে (৪৫) ২ হাজার টাকা, সরকার ফার্মেসির মালিক শাহিন আলীকে (২৮) ৪ হাজার টাকা, ইসলামিয়া ফার্মেসির মালিক হাসিবুল হাসানকে (৩৫) ৫ হাজার টাকা, শিপ্রা ফার্মেসির মালিক অসীম কুমারকে (৩৮) ১২ হাজার এবং চৌধুরী ফার্মেসির মালিক নির্মল কুমারকে (৬০) ৫ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।


অভিযানে নেতৃত্বদানকারী কুমারখালী সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিরুল আরাফাত জানান, মেয়াদউত্তীর্ণ ও বিক্রয়ের অযোগ্য ওষুধ রাখা, নোংরা-আবর্জনাসহ বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার অপরাধে ৬ ফার্মেসি মালিককে ৪৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।


বিবার্তা/শরীফুল/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com