
ফরিদপুরের বোয়ালমারীতে মদ কেনাবেচার সময় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলেন-মাফুজার শেখ (৪০) ও মো. তুষার মাতুব্বর (২২)
৫মার্চ, মঙ্গলবার সকালে দক্ষিণ কামারগ্রাম থেকে ১০ লিটার মদসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পুলিশ বাদি হয়ে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করেছেন।
থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে বোয়ালমারী পৌরসদরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ কামারগ্রামে মো. মাফুজার শেখের বাড়িতে বাংলা মদ কেনা-বেচা চলছে। থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রহমান, সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির হোসাইন ও শফিউদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযানকালে মাফুজার শেখ (৪০) ও মো. তুষার মাতুব্বরকে (২২) দশ লিটার বাংলা মদসহ গ্রেফতার করে।
এ ঘটনায় থানার উপপরিদর্শক আব্দুর রহমান বাদি হয়ে মাদক দ্রব্য আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ মো. শহিদুল ইসলাম বলেন, বাংলা মদসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের নামে মামলা হয়েছে। তবে আসামি দুইজনই একাধিক মামলার আসামি। আসামিদের ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মিলু/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]