
ঝিনাইদহে ১২ কেজি গাঁজাসহ আব্দুল আমিন (৪৩) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ ।
৫ মার্চ, মঙ্গলবার ভোর সাড়ে চারটার দিকে তাকে সদর উপজেলার ছয়াইল নামক স্থান থেকে তাকে আটক করা হয়।
আটক আমিন খাগড়াছড়ি জেলার বাঙ্গালকাটি গ্রামের আব্দুল মতিনের ছেলে।
ঝিনাইদহ সদর সার্কেল মীর আবিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ঝিনাইদহ-ঢাকা মাগুরা সড়কের ছয়াইল নামক স্থানে কিছু মাদক কারবারি মাদক বিক্রির জন্য জড়ো হয়েছে। পুলিশ সেখানে অভিযান চালানোর সময় আমিনকে দাঁড়িয়ে থাকতে দেখে। পরে সন্দেহ হলে আমিনের সাথে কথা বলার একপর্যায়ে তার কাছে থাকা দুইটি প্যাকেট খুলতে বললে দেখা যায় এরমধ্যে তেজপাতা ভরা। সেই তেজপাতা সরিয়ে একে একে ২৪ বান্ডিল গাজা পাওয়া যায়। এক এক প্যাকেটে আধা কেজি করে গাজা রয়েছে। সে এগুলো কমমূল্যে খাগড়াছড়ি থেকে নিয়ে এসে এসব এলাকায় বিক্রি করতো বলে জানিয়েছে।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]