
কুষ্টিয়ায় স্বাস্থ্য বিভাগ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে দু’টি ডায়াগনস্টিক সেন্টারকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে।
৩ মার্চ, রবিবার দুপুরে শহরের বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
অভিযানে বাহার ডায়াগনস্টিক সেন্টার এবং রয়েল ডায়াগনস্টিক সেন্টার ও প্রাইভেট ক্লিনিক নামে দু’টি প্রতিষ্ঠানকে ৫০ হাজার করে মোট ১লক্ষ টাকা জরিমানা করা হয়।
অভিযানে কুষ্টিয়া সিভিল সার্জন ডা. মো. আকুল উদ্দিনসহ ভোক্তার অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুচন্দন মন্ডল জানান, কুষ্টিয়া সিভিল সার্জন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অবৈধ ক্লিনিক এবং ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে যৌথ অভিযানে নেমেছি। অনিয়ম, অব্যবস্থাপনা ও কাগজপত্র না থাকায় দু’টি প্রতিষ্ঠানকে ১লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আগামীতেও এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।
বিবার্তা/শরীফুল/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]