
ঝিনাইদহের কোটচাঁদপুরে ভ্রাম্যমাণ আদালতে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
৩ মার্চ, রবিবার দুপুরে উপজেলার কুশনা ইউনিয়নের মামুনশিয়া বাজারে দুই মুদি দোকানি ও জালালপুর গ্রামে কৃষি জমি থেকে মাটি কাটার অপরাধে একজনকে এ জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, নিয়মিত বাজার মনিটরিংয়ের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উছেন মে।
এসময় মেয়াদ উত্তীর্ণ মালামাল রাখার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মুদি দোকানি ওমর আলীকে ৩ হাজার ও আকবর আলীকে ২ হাজার টাকা এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ৮৯ এর ২ ধারা মতে মাটি কাটার অপরাধে ওলিয়ার রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় স্যানেটারি ইন্সপেক্টর মনিরুজ্জামান, তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ সামছুল আলমসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিবার্তা/রায়হান/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]