নড়াইলের নড়াগাতীতে ট্রলির চাপায় হেলপার নিহত
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৭:২৯
নড়াইলের নড়াগাতীতে ট্রলির চাপায় হেলপার নিহত
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইলের কালিয়া-গোপালগঞ্জ সড়কের চাঁপাইল ব্রিজ এলাকায় বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবু ডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রিজের গোড়ায় হঠাৎ করে ব্রেক করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার (১৫) চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।


সে এসএসবি ইট ভাটার মালিকানাধীন ট্রলিতে হেলপারী করত বলে জানান আকাশের পিতা আমিনুর শিকদার।


৩ মার্চ, রবিবার সকালে নড়াগাতী থানার পহরডাঙ্গা ইউনিয়ন বিট ইনচার্জ পংকজ কুমার জানান সকালে বালু বোঝাই ট্রলি গোপালগঞ্জ থেকে বাবুডাঙ্গায় এসএসবি ইটভাটায় আসার পথে চাঁপাইল ব্রিজে ওটার সময় বেক্র করলে গাড়িতে থাকা হেলপার আকাশ শিকদার (১৫) গাড়ির চাকার নিচে পড়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়েছে।


আকাশ শিকদার উপজেলার চর মধুপুর গ্রামের আমিনুর শিকদারের ছেলে। এ ঘটনার সাথে সাথে ট্রলি নিয়ে পালিয়ে যান ড্রাইভার‌। নিহত আকাশ শিকদারের লাশ পরিবারের লোকজন নিয়ে গেছে।


নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বোরহান উদ্দিন জানান এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে পরবর্তী আইনত ব্যবস্থা গ্রহণ হবে।


বিবার্তা/শরিফুল/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com