চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার সোনার বারসহ নারী আটক
প্রকাশ : ০৩ মার্চ ২০২৪, ১৬:৫৬
চুয়াডাঙ্গায় সোয়া কোটি টাকার সোনার বারসহ নারী আটক
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চুয়াডাঙ্গার দর্শনা থেকে ১১টি সোনার বারসহ তাছলিমা খাতুন (২৫) নামের এক চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর সদস্যরা।


২ মার্চ, রবিবার সকাল ১১টার দিকে দর্শনা থানাধীন ছয়ঘরিয়া থেকে তাকে আটক করা হয়।


আটক তাছলিমা দামুড়হুদা উপজেলার দর্শনা থানার কামাড়পাড়া এলাকার রেজাউল করিমের মেয়ে।


চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমানের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে ছয়ঘরিয়া সীমান্ত দিয়ে প্রতিবেশী দেশে স্বর্ণ চোরাচালান হবে। এমন সংবাদের ভিত্তিতে সকালে সুলতানপুর বিওপি কমান্ডারের নেতৃত্বে ছয়ঘরিয়া গ্রামে অভিযান পরিচালনা করা হয়।


বেলা ১১টার দিকে একটি ইজিবাইকে কয়েকজন যাত্রী ছয়ঘরিয়া দিয়ে ভারত অভিমুখে যাওয়ার পথে বিজিবি সদস্যরা গাড়িটি তল্লাশি করেন। এসময় ইজিবাইকের যাত্রী তাছলিমা খাতুনকে সন্দেহজনক মনে হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।


একপর্যায়ে তাছলিমা সোনা চোরাচালানের কথা স্বীকার করে তার দেহে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা এক কেজি ৩২০ গ্রাম (১১৩.১৬ ভরি) ওজনের ১১টি স্বর্ণের বার বের করে। পরে সেগুলো জব্দ করা হয়। জব্দকৃত সোনার বারগুলোর আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৩০ লাখ টাকা।


আটক তাছলিমাকে দর্শনা থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে বিজিবি বাদী হয়ে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছেন। আর জব্দকৃত স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।


বিবার্তা/আসিম/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com