ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে মানববন্ধন
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২০
ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনীয় রাখার দাবিতে মানববন্ধন
পাবনা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আসন্ন রমজান মাসে ঔষধসহ নিত্যপণ্যের দাম সহনশীল রাখার দাবিতে পাবনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।


২৭ ফেব্রুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টায় কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’র উদ্যোগে পাবনা প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।


ক্যাব পাবনা জেলা শাখার সভাপতি এবিএম ফজলুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, শিক্ষাবিদ আলহাজ অধ্যক্ষ মাহাতাব উদ্দিন বিশ্বাস, একুশে টিভির জেলা প্রতিনিধি রাজিউর রহমান রুমি, জেলা কৃষক লীগের সহ সভাপতি আলহাজ হাবিবুর রহমান হাবিব, ক্যাবের যুগ্ম সম্পাদক শফিক আল কামাল, পাবনা রিপোর্টাস ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, পাবনা সাংবাদিক ফোরামের সভাপতি হাসান আলী, পাবনা প্রগতি সংস্থার নির্বাহী পরিচালক এম এ ছালাম সহ অনেকে।


বক্তারা বলেন, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজান মাসে ব্যবসায়ীরা অধিক মুনাফা লাভের আশায় পণ্যের দাম বাড়িয়ে দেয়। এ বছর যেন সেই পরিস্থিতির সৃষ্টি না হয়। নৈতিকতা বোধের জায়গা থেকে নিত্যপণ্যের দাম সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান বক্তারা।


বিবার্তা/পলাশ/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com