রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ২০:২১
রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে কৃষি বিপণন আইন, বিধি এবং নীতির সংবেদনশীলতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


২৪ ফেব্রুয়ারি, শনিবার সকাল ১০ টার দিকে রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের প্রশিক্ষণ হল রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


বাংলাদেশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান ইত্যাদি বিষয়ে বেসরকারি উদ্যোক্তা এবং সংবাদমাধ্যম প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষিভিত্তিক অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার লক্ষ্যে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।


দুই দিন ব্যাপী এই কর্মশালার সভাপতিত্ব করেন রাজশাহী কৃষি বিপণন অধিদপ্তরের উপ-পরিচালক শামসুর রহমান। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি রোজেটি নাজনীন।


অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সঞ্চালনায় ছিলেন পলিসি এ্যাকটিভিটিজের সিনিয়র ম্যানেজার হাসেম আলী আকাশ।


এসময় আরো উপস্থিত ছিলেন, রাজশাহী বিভাগীয় কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক শাহনাজ পারভীন ও সহকারী পরিচালক (প্রশিক্ষণ) আফরিন হোসেন।


কর্মশালায় অংশগ্রহণকারীগণ অঙ্গীকার করেন যে নিজেরা বিপণন আইন মেনে চলবেন এবং সংশ্লিষ্ট সকলকে বিপণন আইন মেনে চলায় উদ্বুদ্ধ করবেন।


বিবার্তা/মোস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com