
জামালপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে।
১৬ ফেব্রুয়ারি, শুক্রবার দুপুরে জামালপুর সদর উপজেলার শাহবাজপুর ইউনিয়নের শাহবাজপুর কাচারিপাড়া গ্রামের সোহেল রানার ছেলে কাকন ও পিঙ্গলহাটি গ্রামের সুমন মিয়ার ছেলে সিনহাদ ক্রিকেট খেলে মোটরসাইকেল করে বাড়ি ফিরেছিল। ফেরার পথে শাহবাজপুর চৌরাস্তা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লেগে দুইজন গুরুতর আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।
নিহত কাকন শাহবাজপুর উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী ও সিনহাদ হাসিল উচ্চবিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ছিল।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবির দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, তবে এ ব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।
বিবার্তা/ওসমান/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]