
নানা আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণার দুর্গাপুরে পালিত হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যা ও সঙ্গীতের দেবীর সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারেই মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজন করা হয়েছে এই পূজা। সে লক্ষ্যে দেবীকে বরণ করে নিতে পাড়া মহল্লায় তৈরি হয়েছে ছোট খাটো বহু পূজা মণ্ডপ।
এবছর দুর্গাপুর উপজেলায় প্রায় ২শ টি মণ্ডপে সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে।
১৪ ফেব্রুয়ারি, বুধবার সকাল থেকে শহরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক সরস্বতী দেবী পূজা আয়োজনে মণ্ডপগুলোতে প্রার্থনা আর সাজ স্বজ্জাতে ব্যস্ত সময় পার করছে ভক্তরা। বিভিন্ন মণ্ডপে অঞ্জলি প্রদান, প্রসাদের বিতরণসহ ধর্মীয় সঙ্গীত অনুষ্ঠানের আয়োজনও করেছে কোনো কোনো পূজামণ্ডপ।
উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি এডভোকেট মানেশ চন্দ্র সাহা বলেন, সরস্বতী পূজা শিক্ষার্থীদের পূজা নামেও বেশ পরিচিত, এ পূজা আয়োজনে অন্যান্যদের চেয়ে তরুণ-তরুণীরাই সবচেয়ে বেশি শ্রম দিয়ে থাকে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]