
রাজধানীর বংশালের সিদ্দিকবাজারে একটি জুতার কারখানায় বিদ্যুতের শর্টসার্কিটের আগুনে তোফাজ্জল হোসেন (২৪) ও বাহার উদ্দিন (২৭) নামের দুইজন শ্রমিক দগ্ধ হয়েছেন।
১২ ফেব্রুয়ারি, সোমবার বিকেল ৪টার দিকে এ আগুনের ঘটনা ঘটে। পরে তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধদের ঢামেক হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মোলায়েম জানান, আমরা জুতার কারখানার কারিগর। আজ বিকেলের দিকে জুতার সলিউশনের বোতলে জমে থাকা গ্যাস থেকে শর্টসার্কিট থেকে আগুন ধরে যায়। এরপর এতে দুজন দগ্ধ হয়। পরে তাদেরকে ঢাকা মেডিকেল বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
তিনি আরও বলেন, তোফাজ্জল ও বাহারের বাড়ি কিশোরগঞ্জের বাজিতপুর থানার দিঘিরপাড়ের গ্রামে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, দগ্ধ দুই শ্রমিককে জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। তাদের অবজারভেশনে রাখা হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]