
রাজধানীর জুরাইনের একটি বাসায় অগ্নিকাণ্ডে নারীসহ তিন জন দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি, শনিবার সন্ধ্যা ৬টার দিকে জুরাইন ঋষিপাড়া বিক্রমপুর প্লাজার পেছনে টিনশেড এক বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন- বিনা রানী দাস (৩৫), তার দেবর তপু চন্দ্র দাস (৩৭) ও প্রতিবেশী ভাড়াটিয়া বনমালী দাস (৩০)।
দগ্ধ বিনা রানী জানান, সন্ধ্যায় তিনি বাসায় গ্যাসের চুলায় ডাল রান্না করছিলেন। তখন কড়াই বেশি গরম হয়ে যাওয়ায় ডাল ঢালার সঙ্গে সঙ্গে কড়াইর ওপরে আগুন জ্বলে ওঠে। এতে বিনা রানীর শরীরে ও পোশাকে আগুন ধরে যায়। তার চিৎকারে পাশের ভাড়াটিয়া তপু চন্দ্র দাস (বিনার চাচাতো দেবর) ও বনমালী দাস ছুটে আসেন। এ সময় আগুন থেকে বিনাকে বাঁচাতে গিয়ে তপু ও বনমালীও দগ্ধ হন।
ঢাকা মেডিকেল বার্ন ইউনিটের চিকিৎসকরা জানান, বিনার শ্বাসনালীসহ শরীরের ৫০ শতাংশ আর বনমালীর ২০ শতাংশ দগ্ধ হয়েছে। এছাড়া তপুর দুই হাতে ও মুখমণ্ডলে দগ্ধ হয়েছে। তাদের তিন জনকেই ভর্তি রাখা হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, কদমতলীর জুরাইনের ঋষিপাড়া এলাকা চুলার আগুনে দগ্ধ হয়ে তিন জন ঢাকা মেডিকেল বার্নের জরুরি বিভাগে এসেছেন। তাদের চিকিৎসা চলছে। বিনা রানী দাসের শরীরের ৫০ শতাংশ দগ্ধ ও দেবর বনমালি ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]