
প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শেরপুরে ৩টি উপজেলায় আইটি সার্ভিস প্রোভাইডার, ওম্যান ফিল্যান্স্যার ক্যাটাগরিতে মোট ১২টি ব্যাচের ২৪০ জন প্রশিক্ষণার্থীদের মাঝে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
১০ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে জেলা প্রশাসন ও তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এসব বিতরণ করা হয়।
এসময় শেরপুর জেলা প্রশাসক আব্দুল্লাহ আল খায়রুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোনালিসা বেগম পিপিএম, হার পাওয়ার প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক নিলুফা ইয়াসমিন।
এসময় সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সাবিহা জামান শাপলা, প্রেসক্লাবের সভাপতি এডভোকেট রফিকুল ইসলাম আধারসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা প্রশিক্ষণ শেষে তাদেরকে স্বাবলম্বী করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানানো হয়।
বিবার্তা/জাহিদুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]