
নেত্রকোণার দুর্গাপুর পৌর শহরের পূর্ব উৎরাইল এলাকা থেকে সাইফুল ইসলাম (৪৫) নামে এক বালু ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৮ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে অনুপ বিশ্বাসের বাড়ির সামনের ইটের সলিং রাস্তা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত সাইফুল ইসলাম উপজেলার বিরিশিরি ইউনিয়নের নোয়াপাড়া গ্রামের মৃত মিরাজ আলীর ছেলে।
দুর্গাপুর থানার উপ-পরিদর্শক আব্দুল হান্নান জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে স্থানীয়রা ইটের সলিং রাস্তায় সাইফুল ইসলাম নামে এক ব্যক্তি পড়ে থাকতে দেখে আমাদেরকে খবর দেই। আমরা ঘটনাস্থলে গিয়ে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত বলে জানায়।
তিনি আরও বলেন, সাইফুল ইসলামের নাকে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত্যুর কারণ জানা যায়নি। শুক্রবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে নিহতের পরিবার থেকে অভিযোগ পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]