
নেত্রকোণার দুর্গাপুরে সুসং সরকারি মহাবিদ্যালয়ের অর্থায়নে ও এসবি রক্তদান সংগঠনের সহযোগিতায় অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে পৌর শহরের কোয়ার্টার প্রাঙ্গণে দরিদ্র নারী-পুরুষের হাতে এই কম্বল তুলে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন এডভোকেট মো. কাজল মিয়া, এডভোকেট আহাদ, এসবি রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার, সদস্য রিজন, সুশান্ত, মামুন সহ আরও অনেকে ৷
দুর্গাপুর উপজেলার ২০০ জন দরিদ্র পরিবারের মাঝে এ কম্বল বিতরণ করা হয়। পরিবারগুলো এসব কম্বল পেয়ে কলেজ ও সংগঠনকে ধন্যবাদ জানান।
এসবি রক্তদান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈকত সরকার বলেন, সবার সম্মিলিত চেষ্টায় শীতের কষ্ট থেকে দরিদ্র মানুষদের রক্ষা করা সম্ভব। আসুন, আমরা সাধ্যমতো শীতার্তদের পাশে দাঁড়াই এবং শীতবস্ত্র বিতরণ করি৷
বিবার্তা/পলাশ/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]