জামালপুরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:৪২
জামালপুরে বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন
জামালপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করা হয়েছে।


৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে মেলান্দহ উপজেলার ভাবকীতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্প ময়মনসিংহ জোনের উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজ লিমিটেডের সহযোগিতায় বিদ্যুৎ উপকেন্দ্রের উদ্বোধন করেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ মাহবুবুর রহমান।


এ সময় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বোর্ডের সদস্য প্রকৌশলী মো. মিজানুর রহমান, ময়মনসিংহ জোনের প্রধান প্রকৌশলী মো. এমদাদুল হক, আইডিয়াল ইলেকট্রিক্যাল এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান প্রমুখ।


এ সময় বক্তারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের মাধ্যমে আশপাশের কৃষি সেচ কার্য পরিচালনা, বিভিন্ন সরকারি স্থাপনায় লোডশেডিং মুক্ত নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পাশাপাশি কলকারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে বিদ্যুৎ দেওয়ার মাধ্যমে আগামী স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করার আহ্বান জানান।


জামালপুরের মেলান্দহ উপজেলার ভাবকীতে ১ একর জমির উপর নির্মিত জামালপুর ৩৩/১১ কেভি এমভিএ বিদ্যুৎ উপকেন্দ্রটি স্থাপনে ব্যয় হয়েছে ১০ কোটি ৫২ লাখ টাকা।


বিবার্তা/ওসমান/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com