
রাজধানীর কামরাঙ্গীরচরের খলিফাঘাটে একটি ওয়ার্কশপের দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ৫০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
৩ ফেব্রুয়ারি, শনিবার দুপুরে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।
কামরাঙ্গীরচর থানা পুলিশ জানিয়েছে, দুপুর দেড়টার দিকে খলিফাঘাটে মো. জাহাঙ্গীরের সাইকেলের পার্সের টিনশেড দোকানে পার্স ঝালাই করার সময় আগুন লেগে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট গিয়ে পৌনে ২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
পুলিশ আরও জানিয়েছে, অগ্নিকাণ্ডের এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনাস্থলে কামরাঙ্গীরচর থানা পুলিশ উপস্থিত রয়েছে।
এ ঘটনায় আনুমানিক ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা পুলিশের।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]