
রাজধানীর যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের ধোলাইপার ঢালে প্রাইভেটকারের ধাক্কায় মো. মোহাম্মদ শাহিন (২২) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
নিহত মো. মোহাম্মদ শাহিন (২২) একজন মোটর মেকানিক ছিলেন। এ ঘটনায় মোহাম্মদ আজিম উদ্দিন নামে আরেক যুবকও আহত হয়েছেন।
২ ফেব্রুয়ারি, শুক্রবার সকাল ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্য চিকিৎসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা তার বন্ধু শাওন জানান, নিহত শাহীন বংশাল একটি ওয়ার্কশপের মোটর মেকানিক ছিলেন। আজ সকালে আজিম সহ দুই বন্ধু মিলে মাওয়ায় ঘুরতে যাওয়ার সময় ধোলাই পারের ঢালে একটি প্রাইভেটকার ধাক্কা দেয়। এতে বাইক থেকে দুজনেই রাস্তার উপর ছিটকে পড়েন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
বিবার্তা/বুলবুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]