ঝিনাইগাতীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
প্রকাশ : ০১ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৪৩
ঝিনাইগাতীতে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শিশু-কিশোরদের মাঝে গণতান্ত্রিক রীতিনীতি শিক্ষা ও চর্চার লক্ষ্যে শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আপন শিক্ষা পরিবার’ নামের বিদ্যালয়ে স্টুডেন্ট কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।


১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়।


জানা গেছে, এ নির্বাচনে ২টি পদের জন্য মোট ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। বিদ্যালয়ের পঞ্চম থেকে দশম শ্রেণির ২২২ জন শিক্ষার্থী তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে।


এছাড়া প্রিসাইডিং ও পোলিং অফিসার এবং সার্বিক নিরাপত্তার দায়িত্বে ছিল ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরাই।


এ সময় ভোটাররাও সুশৃঙ্খলভাবে লাইনে দাঁড়িয়ে ভোট কক্ষে যায় এবং পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। ফলে এ নির্বাচন উৎসবমুখর পরিবেশে সফলভাবে ভোটগ্রহণ শেষ হয়।


বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রহমত আলী বলেন, শিক্ষার্থীদের মাঝে গণতন্ত্রচর্চা, নিজেদের অধিকার সম্পর্কে ধারণা, অন্যের মতামতের প্রতি সহিষ্ণুতা ও শ্রদ্ধা প্রদর্শন, শিক্ষক-শিক্ষার্থীদের মধ্যে আন্তরিকতা তৈরি, শিক্ষার্থী ঝরে পড়ার হার রোধসহ নিজেদের মূল্যবোধ এবং দায়িত্ব সম্পর্কে শিক্ষাদানে বিদ্যালয়ে কেবিনেট নির্বাচন আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীরা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে নেতা নির্বাচন করছে। এটি নিঃসন্দেহে তাদের দায়িত্বশীল হিসেবে তৈরি করবে।


বিবার্তা/মনির/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com