
টঙ্ক আন্দোলনের সম্মুখ নারী যোদ্ধা, বিপ্লবী শহিদ হাজংমাতা রাশিমণি'র ৭৮তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষ্যে বুধবার দুর্গাপুরের বহেরাতলীতে রাশিমণি স্মৃতিসৌধে পুস্পস্তবক অর্পণ করেন দুর্গাপুরের বিভিন্ন প্রতিষ্ঠান ও সংগঠনের নেতৃবৃন্দ।
এছাড়া ক্ষুদ্র নৃ গোষ্ঠীর কালচারাল একাডেমি, বিরিশিরি এর উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য মোশতাক আহমেদ রুহী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমি বিরিশিরি এর পরিচালক গীতিকার সুজন হাজং।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, সাবেক পৌর মেয়র শ.ম. জয়নাল আবেদীন, কবি আব্দুল্লাহ হক, এ কে এম ইয়াহিয়া, কামাল পাশা, এম এন আলম, কবি জীবন চক্রবর্তীসহ অনেকে।
বিবার্তা/পলাশ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]