১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল: কারণ নিয়ে ডিএমটিসিএল ও পুলিশের ভিন্ন দাবি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ২২:৩৪
১৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল: কারণ নিয়ে ডিএমটিসিএল ও পুলিশের ভিন্ন দাবি
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

১৫ মিনিটের জন্য মেট্রোরেল চলাচল বন্ধ থাকা নিয়ে দুই রকম তথ্য দিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ ও পুলিশ। ডিএমটিসিএল বলছে, মেট্রোরেলের বিদ্যুতিক লাইনের ওপর পাশের একটি ভবন থেকে স্যাটেলাইট টিভির ক্যাবল ফেলে দেওয়া হয়। এর ফলে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। কিন্তু পুলিশের দাবি, লাইনের ওপর ক্যাবল ফেলার জন্য নয়। মূলত যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।


২৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুর ১২টা ১০ মিনিটের দিকে মতিঝিল থেকে উত্তরা এবং উত্তরা থেকে মতিঝিল দুই প্রান্তেই মেট্রোরেল চলাচল প্রায় ১৫ মিনিটের মতো বন্ধ থাকে। এর ফলে প্রতিটি স্টেশনে যাত্রীদের অত্যাধিক ভিড় হয়ে যায়। পরে নিচ থেকেই যাত্রীদের প্ল্যাটফর্মে উঠতে নিষেধ করা হয়।


ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক এম এ এন সিদ্দিক মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর কেউ ক্যাবল ছুড়ে মারে। এ কারণে প্রায় ১৫ মিনিট মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। তার ছুড়ে মারা ব্যক্তিকে পুলিশ খুঁজছে বলেও জানান তিনি।


এদিকে মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থাপনায় দায়িত্বরত ম্যাস র‌্যাপিড ট্রানজিট (এমআরটি) পুলিশ ইউনিটের পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ফার্মগেট ও শাহবাগ এলাকার মাঝামাঝি জায়গায় মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর যে ক্যাবল ছোড়ার কথা বলা হচ্ছে এই সংবাদটি সঠিক নয়। এমআরটি অফিস থেকে আমরা জানতে পেরেছি, মূলত যান্ত্রিক সমস্যার কারণেই মেট্রোরেল চলাচল কিছু সময়ের জন্য ধীরগতি হয়েছে। এছাড়া অন্য কোনও বিষয়ে আমরা অবগত নই।


পুলিশের দাবির বিষয়ে জানতে চাইলে ডিএমটিসিএলের কোম্পানি সচিব (যুগ্ম সচিব) মোহাম্মদ আবদুর রউফ বলেন, পুলিশকে জানানোর বিষয় আমার জানা নেই। তবে মেট্রো পুলিশ আছে, তারা তো বিষয়টা দেখেছেন। আর বিষয়টা ছোট তার বা কোনও কারণে বিঘ্ন ঘটেছে। আমরা পূর্ণাঙ্গ প্রতিবেদন জেনে ব্যবস্থা নেবো। তবে আমরা যাত্রীদের নিরাপত্তার কারণে ১৫-১৬ মিনিটের মতো ট্রেন চলাচল বন্ধ রেখে আবারও চালু করেছি।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com