
রাজধানীর বংশালের ফুল বাড়িয়া বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পারাপারের সময় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের চাপায় মোহাম্মদ ইউনুস (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২৩ জানুয়ারি, মঙ্গলবার বিকেলের দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে পথচারীরা উদ্ধার করে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধা ৬টার দিকে মারা যান তিনি।
নিহতকে ঢামেক হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সাগর জানান, আজ বিকেলের দিকে ওই ব্যক্তি ফুলবাড়িয়া বিআরটিসির কাউন্টার সংলগ্ন হানিফ ফ্লাইওভার নিচ দিয়ে রাস্তা পারাপারের সময় ভিক্টর পরিবহনের একটি যাত্রীবাহী বাস সজারো ধাক্কা দেয়। এতে তিনি বাসের সামনের দিকে ঢুকে পড়লে চাপা পরেন। পরে আমরা ভিতর থেকে বের করে ঢাকা মেডিকেল নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
নিহতের কিতাবুল শিকদার বলেন, আমার ভাই গ্রামে জামা কাপড়ের ব্যবসা করেন। তার একটা দোকান রয়েছে। তিনি কাপড় কেনার জন্য মাসে অন্ততপক্ষে ৩-৪ বার আসা হয় ঢাকার গুলিস্তানে। আজ কিভাবে দুর্ঘটনা ঘটেছে বুঝে উঠতে পারছিনা।
ইউনুস মাদারীপুর জেলার রাজৈর উপজেলার কিসমুদ্দি বাজিতপুর গ্রামের কমল শিকদারের ছেলে।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল জরুরি বিভাগ রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।
বিবার্তা/বুলবুল/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]