
টাঙ্গাইলের সখীপুরে গোসল করতে বলায় লামিয়া আক্তার (৯) নামে এক শিশু গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন। এমনটা বলেছেন ওই শিশুর পরিবার।
২৩ জানুয়ারি, মঙ্গলবার সকালে উপজেলার যাদবপুর ইউনিয়নের যাদবপুর গ্রামে এ ঘটনা ঘটে।
লামিয়া ওই গ্রামের মো. লুৎফর রহমানের মেয়ে। সে যাদবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন।
স্থানীয় ইউপি সদস্য মো.আলতাব হোসেন নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, লামিয়া তীব্র শীতের কারণে এক সপ্তাহ ধরে গোসল না করায় মঙ্গলবার সকালে তার মা তাকে গোসল করতে বলে। প্রচণ্ড শীতে লামিয়া গোসল করবে না বললে মা তার সাথে রাগারাগি করে। একপর্যায়ে তার মা সাংসারিক কাজে ব্যস্ত হয়ে পড়ে। এমন সময় লামিয়া ঘরের দরজা বন্ধ করে দেয়। বিষয়টি টের পেয়ে অনেক ডাকাডাকির পর কোন সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে ঘরে লামিয়াকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্বজনরা।
তিনি আরও জানান, মুমূর্ষু অবস্থায় তাকে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক লামিয়াকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ শাহিনুর রহমান জানান, বিষয়টি শুনেছি, অত্যন্ত দুঃখজনক ঘটনা। তবে নিহতের পরিবারের কেউ থানায় আসেনি।
বিবার্তা/ইমরুল/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]