
বগুড়া সদর উপজেলার বারোপুরে তাজবীর ইসলাম (১৫) নামের এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ।
২৩ জানুয়ারি, মঙ্গলবার দুপুরে বারোপুরের উত্তরপাড়ায় লাশটি উদ্ধার হয়।
তাজবীর ইসলাম বগুড়া সদর উপজেলার নুনগোলা ইউনিয়নের দশটিকা দক্ষিণ পাড়ার তাজুল ইসলামের পুত্র সন্তান।
এছাড়াও সে একটি স্টিলের দোকানে কাজ করত। নিহতের স্বজন শহিদুল ইসলাম বলেন, গতকাল সোমবার সন্ধ্যা ৭টার দিকে কাজ শেষে নিজের বাইসাইকেল নিয়ে বের হয় নিহত তাজবীর। রাতে সে বাসায় না ফিরলে বিভিন্ন স্থানে তার খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।
মঙ্গলবার সকালে শুনি, একটা লাশ পাওয়া গেছে। এসে দেখি, লাশটি আমার শ্যালক তাজবীরের। কিন্তু, তার বাইসাইকেলটির কোন হদিস নেই।
তাজবীরের কর্মসংস্থান ওয়ার্কশপের পরিচালক রফিকুল ইসলাম বলেছেন, তাজবীর আমার এখানে দুই বছর ধরে কাজ করছিল। তাজবীর গতকাল সন্ধ্যা ৭টায় কাজ করে বাইসাইকেল নিয়ে বের হয়। তার মা ফোন দিয়ে রাত ১টার দিকে জানায়, এখনও বাড়িতে ফেরেনি আমার ছেলে। তাজবীর খুব ভালো ছেলে ছিল। কোনো বাজে নেশাও ছিল না।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইহান ওলিউল্লাহ বলেন, তাজবীরের শরীরে একাধিক আঘাতের চিহ্ন আছে। এই মুহূর্তে বিস্তারিত বলতে পারছি না। তদন্ত চলমান রয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]