
কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় মো. মোস্তফা মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
২২ জানুয়ারি, সোমবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন মিয়াবাজার হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম লোকমান হোসাইন।
নিহত মোস্তফা মিয়া উপজেলার উজিরপুর ইউনিয়নের গোমারডোগা পশ্চিম পাড়ার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে উপজেলার উজিরপুর ইউনিয়নের হোটেল তাজমহলের সামনে রাস্তা পারাপারের সময় মোস্তফা মিয়া নামে এক ব্যক্তিকে অজ্ঞাতনামা গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম এর নেতৃত্বে পুলিশের একটি টিম হাসপাতালে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
মিয়াবাজার হাইওয়ে থানার উপ-পরিদর্শক সাইদুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে লাশের সুরতহাল ও আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের নিকট লাশ হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]