
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, সুশাসনের পাশাপাশি মানুষের কল্যাণে সবসময় কাজ করে যাবো।
২১ জানুয়ারি, রবিবার সকাল ১০টায় নাটোর জেলার সিংড়া ডায়াবেটিক সমিতিতে চক্ষু ইউনিটের কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। এসময় তিনি ডায়াবেটিক সমিতিতে চক্ষু ইউনিটের কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন, সুশাসনের পাশাপাশি আমরা মানবিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে গড়ে তুলতে চাই। এই লক্ষ্য অর্জনে চলনবিলের মানুষের কল্যাণে কাজ করে যাবো।
৫০ কোটি টাকা ব্যয়ে একটি আধুনিক হাসপাতাল ভবন নির্মাণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি বলেন, সিংড়া ডায়াবেটিক সমিতির পরিচালনায় অচিরেই একটি বিশেষায়িত হাসপাতালের অবকাঠামোর কাজ শুরু করা হবে।
সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন জানান, এখানে একজন চক্ষু বিশেষজ্ঞ সপ্তাহের ছয়দিন রোগী দেখবেন। পর্যায়ক্রমে চোখের অপারেশন কার্যক্রম শুরু করা হবে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]