
সাতক্ষীরায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এরিস্টো ফার্মা লিমিটেডের এরিয়া ম্যানেজারের রিপন উদ্দীনের মৃত্যু হয়েছে।
২১ জানুয়ারি, রবিবার সকাল ৯টার দিকে সাতক্ষীরা শহরের আলীপুর চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া রিপন উদ্দীন যশোর জেলার চৌগাছা এলাকার পাতিবিলা এলাকার নুর হোসেনের পুত্র। তিনি দীর্ঘদিন ধরে এরিস্টো ফার্মা লিমিটেডের সাতক্ষীরা জোনে এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন।
জানা যায়, রিপন উদ্দীন সকাল ৮টার দিকে সাতক্ষীরা থেকে দেবহাটার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে আলীপুর চেকপোস্ট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা আরেকটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে হয়। এতে তিনি গুরুতর আহত হলে প্রথমে তাকে সাতক্ষীরা মেডিকেল ভর্তি করা হয়। কিন্তু তার অবস্থার অবনতি হলে তাকে খুলনা নিয়ে যাওয়ার পথিমধ্যে চুকনগর এলাকায় পৌঁছালে সকাল ১০টার দিকে তার মৃত্যু হয়।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিবার্তা/সেলিম/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]