পরিশ্রম কমাতে ঘোড়া দিয়ে জমিতে মই
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ১৫:৩২
পরিশ্রম কমাতে ঘোড়া দিয়ে জমিতে মই
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুড়িগ্রামের চিলমারীতে চলতি ইরি-বোরো মৌসুমে ঘোড়া দিয়ে জমিতে মই দিতে দেখা গেছে এক কৃষককে। গরু কিংবা শ্রমিক নিয়ে সাধারণত এ ধরণের জমিতে মই দিতে দেখা যেত, যাচ্ছে। কিন্তু গরুর পরিবর্তে ঘোড়াকে কাজে লাগানোটা একটু ব্যতিক্রম।


এ ঘটনাটি ঘটেছে উপজেলার থানাহাট ইউনিয়নের পেদি খাওয়া বিল নামক জায়গায়। ওই কৃষকের নাম আব্দুল মজিদ। তিনি একই ইউনিয়নের ছোট কুষ্টারী এলাকার বাসিন্দা।


চারা লাগানোর জন্য জমি প্রস্তুতের সময় এ প্রতিবেদক গরুর পরির্বতে ঘোড়া দিয়ে মই দিতে দেখতে পান ওই কৃষককে।


এসময় কথা হলে আব্দুল মজিদ এ প্রতিবেদককে জানান, ৪২ শতাংশ জমি তিনি চাষ করার পর চারা লাগানোর জন্য জমি প্রস্তুত করতে ঘোড়াকে ব্যবহার করছেন। এতে করে পরিশ্রম অনেকটাই কমে যাবে বলে জানান তিনি। ঘোড়া দিয়ে মই না দিলে দেখা যেতে নিজেকে মই টানতে হত বা শ্রমিক নিতে হত। এর থেকে ঘোড়াকেই কাজে লাগালে আমার পরিশ্রম অনেক কমে যাচ্ছে।


উপজেলা কৃষি অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নৃপেনন্দ্রনাথ সরকার জানায়, চলতি ইরি বোরো মৌসুমে ৬ হাজার ৭৫০ হেক্টর জমিতে লক্ষ্যমাত্র ধরা হয়েছে। ইতিমধ্যে অর্জিত হয়েছে ৮২০ হেক্টর। এর মধ্যে হাইব্রিড ১০০ ও কালী বোরো ৭২০ হেক্টর।


এদিকে চিলমারীতে মৃদু শৈত প্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিস বলছে আর দু এক দিন তাপমাত্রা এমন থাকতে পারে।


বিবার্তা/রাফি/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com