পলাশবাড়ীতে শেষ হয়েছে তিনদিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা
প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৪, ১৯:২৭
পলাশবাড়ীতে শেষ হয়েছে তিনদিন ব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দেশ-জাতির উন্নতি-অগ্রগতি এবং মুসলিম উম্মাহর সুখ-সমৃদ্ধি, শান্তি-ঐক্য ও আখিরাতে মুক্তিসহ বিশ্ব মানবতার মুক্তি কামনায় শেষ হলো তাবলীগ জামাতের আয়োজিত তিনদিন ব্যাপী গাইবান্ধা জেলা আঞ্চলিক ইজতেমা।


আখেরি মোনাজাত কালে ‘আমিন-আল্লাহুমা আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গাইবান্ধার বেতকাপা ইউপি’র মাঠের বাজার এলাকার ইটভাটা চত্বরের বিস্তীর্ণ ফসলের মাঠ। সন্তুষ্টি লাভের আশায় হাজার হাজার মানুষ আল্লাহর কাছে আর্জি জানান। অনেকে কেঁদে কেঁদে মহান আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেন। বিশ্ব শান্তির জন্য দো’আ করেন।


২০ জানুয়ারি, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আখেরি মোনাজাত শুরু হয়ে ১২টা ৫৪মিনিটে শেষ হয়। আখেরি মোনাজাত পরিচালনা করেন তাবলীগ জামাতের মেহমান ঢাকা থেকে আগত মুরুব্বী কাকরাইল মসজিদের মুফতি মাও. আজিম উদ্দিন সাদ। এর আগে তিনি হেদায়েতি বয়ান করেন।


এদিন সকাল থেকেই আখেরি মোনাজাতের কারণে ইজতেমা মাঠের আশপাশের সড়কের যান চলাচলে ব্যস্ততা ছিল। যারা ইজতেমা ময়দানে পৌঁছাতে পারেননি তারা রাস্তায়, যানবাহনে, দোকানপাটে বসেও মোনাজাতে অংশ নিয়েছেন। সম্মিলিত ‘আমিন’-‘আমিন’ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো ইজতেমা মাঠ। সর্বস্তরের মানুষ অশ্রুসিক্ত নয়নে আল্লাহ তা’আলার কাছে ক্ষমা প্রার্থনা করেন।


আখেরি মোনাজাতে ইজতেমায় তাবলিগ জামাতের মুরুব্বীরা ছাড়াও গাইবান্ধা জেলা পুলিশ সুপার মো. কামাল হোসেন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, উপজেলা নির্বাহী অফিসার মো. কামরুল হাসান, জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আবু বক্কর প্রধান, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা, পলাশবাড়ী থানা অফিসার ইনচার্জ আরজু মো. সাজ্জাদ হোসেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সাধারণ সম্পাদক মহদীপুর ইউপি চেয়ারম্যান মো. তৌহিদুল ইসলাম মন্ডলসহ অত্রএলাকার বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।


এরআগে বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ফজর নামাজের পর তাবলীগ জামাতের দায়িত্বশীল মেহমানগণের মধ্যে ভারত থেকে আগত মাও. মুরুব্বী মো. হেদায়েত হোসেন খান-এর আম বয়ানের মধ্যদিয়ে তিনদিন ব্যাপী জেলা আ লিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। এবারের ইজতেমায় গাইবান্ধা জেলাসহ আশপাশের বিভিন্ন জেলা-উপজেলা সমূহ ছাড়াও ভারত, শ্রীলংকা, কেনিয়া, মালয়েশিয়া ও উগান্ডা থেকে মুসল্লীরা অংশগ্রহণ করে।


বিবার্তা/খালেক/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com