৮ দিন পর সূর্যের দেখা কুড়িগ্রামে
প্রকাশ : ১৯ জানুয়ারি ২০২৪, ১৫:৫৭
৮ দিন পর সূর্যের দেখা কুড়িগ্রামে
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা ৮ দিন পর কুয়াশার চাদরে ঢাকা কুড়িগ্রামে অবশেষে সূর্যের মুখ দেখা গেছে।


১৯ জানুয়ারি, শুক্রবার সকাল ১০টার পর থেকে জেলা জুড়ে রোদের ঝলকানি দেখা দেয়ায় জনমনে স্বস্তি দেখা গেছে।


সূর্যের আলো পেয়ে শহরগুলোর বাসা বাড়ির সামনে অনেকেই রোদকে উপভোগ করছেন। অধিকাংশ বাসা বাড়ির গৃহিণীরা ৭দিনের জমানো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিচ্ছেন। যেন রোদ ওঠায় এক উৎসব বিরাজ করছে।


সকাল থেকে লক্ষ্য করা গেছে অন্যান্য দিনের তুলনায় কুয়াশার দাপট কম ছিল। গতকাল বৃহস্পতিবার দুপুর ১টার পর খানিকটা সূর্যের দেখা মিললেও পরে তা আবার কুয়াশায় মিলিয়ে যায়। কিন্তু শুক্রবার সকাল ১০টার পর থেকে সূর্যের আলোয় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে উত্তরের এই শীতের শহর কুড়িগ্রামে। সময়মতো জেলার নৌ-বন্দরগুলো থেকে আজ নৌযানগুলো ছেড়ে গেছে। জেলার আন্তঃনগর ট্রেনটি সঠিক সময়ে ছেড়েছে। অন্যদিনের মতো আজ হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে হয়নি সড়ক পথের যানবাহনগুলোকে।


শহরের পুরাতন থানা পাড়ার বাসিন্দা উত্তম কুমার বলেন,‘আজ টানা ৭-৮ দিন পর রোদের দেখা মিললো। দোকানদারি করেও অনেক ভালো লাগছে, এতে শীতের জড়োতা কিছুটা কমলো।’


সদরের হরিকেশ পাড়ার বাসিন্দা ববিতা দাস বলেন,’কনকনে ঠান্ডার কারণে কয়েকদিন থাকি রোদের দেখা মিলছিলো না। বাড়িতে এক গাঁদা ময়লা কাপড় জমে আছে। আজ সবগুলো কাপড় ধুয়ে রোদে শুকাতে দিলাম।’


সুজামের মোড়ের চা ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন,‘গেলো শুক্রবার সকালবেলা ঠান্ডাতে দোকানদারি করি নাই। আজ রইদ উঠায় সকাল সকাল দোকান খুলছি।’


তবে রংপুর বিভাগের কিছু জায়গায় শৈত্য প্রবাহ বয়ে যাওয়ায় কুড়িগ্রামেও আগামী ২২ তারিখের পর থেকে ফের মৃদু শৈত্য প্রবাহ থাকতে পারে বলে জানায় কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগার।


জেলার রাজারহাট কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, শুক্রবার সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের গতি ঘণ্টায় ৬ কিলোমিটার ও বাতাসে জলীয় বাষ্পের আদ্রর্তা ৯৮ শতাংশ। জেলায় ২২ জানুয়ারি সোমবার পর্যন্ত সূর্যের মুখ দেখা যাবে। পরে আরো একটি শৈত্য প্রবাহ দেখা দিতে পারে।


বিবার্তা/বিপ্লব/সউদ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com