
পঞ্চগড়ের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। আজ শুক্রবার সকাল ৯টায় সর্বোনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেতুঁলিয়ায় রেকর্ড করা হয়েছে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। যা গতকাল বৃহস্পতিবার সকাল ৯ টায় সবোনিন্ম তাপমাত্রা ছিল ৮.৭ ডিগ্রি সেলসিয়াস। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.২ ডিগ্রি সেলসিয়াস
স্থানীয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র সূত্রে জানা যায়, রাতের তাপমাত্রা কোথাও কোথাও দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে । রাতের তাপমাত্রা কমলেও দিনের তাপমাত্রা একটু বৃদ্ধি পেয়েছে । ঘন কুয়াশার কারণে ঠান্ডার পরিস্থিতি আরও বাড়ার সম্ভবনা রয়েছে। এ অবস্থা আরও দু’একদিন থাকতে পারে ।
হিমালয় কন্যা নামে খ্যাত দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশায় ঢেকে থাকছে পুরো এলাকা । ঘন কুয়াশা আর হিমালয় থেকে বয়ে আসা হিম শীতল ঠান্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। রাত যত গভীর হয় এর তীব্রতা ততই বাড়তে থাকে। প্রয়োজন ছাড়া মানুষ ঘর হতে বের হয় না। ঘন কুয়াশা, কনকনে ঠান্ডা আর হিমেল বাতাসে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষ । হাসপাতাল গুলোতেও বেড়েছে শীতজনিত রোগীর সংখ্যা ।
বিবার্তা/বিপ্লব/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]