রাজশাহীতে মধ্যরাতে আ.লীগ কর্মীর বাড়িতে আগুন
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ১৮:৩০
রাজশাহীতে মধ্যরাতে আ.লীগ কর্মীর বাড়িতে আগুন
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীর চারঘাট উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা গ্রামে মধ্যরাতে মুক্তার হোসেন নামে এক ব্যবসায়ীর বাড়িতে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।


সংবাদ পেয়ে চারঘাট ফায়ার সার্ভিস ও স্থানীয়দের যৌথ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায়।


১৬ জানুয়ারি, মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার শলুয়া ইউনিয়নের চামটা এলাকার একটি পাকা বাড়িতে এ অগ্নি সংযোগের ঘটনা ঘটে।


আগুন দেওয়া বাড়ির মালিক মুক্তার হোসেন সদ্য শেষ হওয়া জাতীয় নির্বাচনে আ.লীগ মনোনীত নৌকার প্রার্থী শাহরিয়ার আলমের কর্মী হিসাবে এলাকায় কাজ করেছেন।


মুক্তার হোসেন জানান, নৌকার পক্ষে মাঠে নেমে প্রচারণা শুরুর পর থেকেই স্থানীয় কয়েকজন প্রভাবশালী ব্যক্তি আমাকে নানাভাবে ভয়ভীতি দেখাচ্ছিল এমনকি দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। সেই সব সন্ত্রাসীরাই আমাকে ও পরিবারের সদস্যদের হত্যাসহ আমার বাড়িটিতে পুড়িয়ে ফেলার চেষ্টা করেছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান তিনি।


স্থানীয়রা ও চারঘাট ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টার দিকে আগুনে পোড়ার পটপট শব্দ এবং বৈদ্যুতিক তার বিস্ফোরণের শব্দ শুনতে পেয়ে ওই বাড়িতে ছুটে যান তারা। বাড়ির দুই গেট বন্ধ থাকায় ভেতর থেকে কেউ বের হতে পারছিল না। বাড়ির রান্না ঘর ও বসত ঘরের পাশের বেলকনিতে আগুন জ্বলছিল। পরে ফায়ার সার্ভিস ও এলাকাবাসী এসে আগুন নেভানো। ততক্ষণে রান্না ঘরের চালা, কাঠের খড়ি, চাল, ডালসহ প্রয়োজনীয় সব জিনিস পুড়ে যায়। বসত ঘরের বেলকনির পুরো অংশও পুড়ে গেছে এবং পুরো বাড়ি পেট্রোলের গন্ধে সয়লাব হয়ে গেছে।


ঘটনাস্থল পরিদর্শন করে ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, আগুন নেভাতে একটু দেরি হলেই পরিবারের সদস্যরা হয়ত প্রাণে মারা পড়তো, তাই জড়িতদের খুঁজে বের করে দ্রুত আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে পদক্ষেপ নিতে বলেন।


চারঘাট মডেল থানার ওসি তদন্ত আফজাল হোসেন ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, প্রাথমিক তদন্তে বোঝা গেছে, বাড়িটিতে পেট্রোল দিয়ে আগুন দেওয়া হয়েছে। অধিকতর তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/মোস্তাফিজ/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com