
নওগাঁর আত্রাইয়ে মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি সভা অনুষ্ঠিত হয়েছে।
১৫ জানুয়ারি, সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে প্রশিকা আত্রাই উন্নয়ন এলাকা নওগাঁর আয়োজনে প্রধান অতিথি হিসেবে মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার সঞ্চিতা বিশ্বাস।
আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুলবুল হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের সিনিয়র সহকারী পরিচালক প্রদীপ কুমার বিশ্বাস, আলোচক হিসেবে বক্তব্য রাখেন সহকারী পরিচালক আঃ রহিম মোল্লা, আবাদপুকুর জোনাল ম্যানেজার রবিউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান, অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম, নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরির্দশক আব্দুল্লা হিল বাকী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মাযহারুল ইসলাম প্রমুখ।
সচেতনতামূলক সভাটি প্রশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের মাদকাসক্তি প্রতিরোধ ও সচেতনতা বৃদ্ধি কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় আত্রাই বিয়াম ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহণ করেন। এসময় তাদের মাদকের বিরুদ্ধে শপথ বাক্য পাঠ করানো হয়।
বিবার্তা/শাহীন/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]