
জামালপুর সদর উপজেলার কোজগড় এলাকায় জামালপুর-টাঙ্গাইল মহসড়কের পাশে পরিত্যাক্ত অবস্থায় পাওয়া মর্টার শেলটি বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে ঘটাইল সেনাবাহিনীর ১৯ পদাতিক ডিভিশনের বোম ডিসপোজাল ইউনিট।
৯ জানুয়ারি, মঙ্গলবার বেলা ১০টা ৫৮ মিনিটে উদ্ধার হওয়া স্থল থেকে ৫০ মিটার দূরত্বে নিরাপদ স্থানে শেলটি বিস্ফোরণ ঘটিয়ে নিষ্ক্রিয় করা হয়। এ সময় এক কিলোমিটার এলাকাজুড়ে নিরাপত্তা বেষ্টনী তৈরি করে সেনাবাহিনী, র্যাব, পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ঘাটাইল সেনানিবাসের ১৯ পদাতিক ডিভিশনের বিগ্রেডির জেনারেল আশরাফুল কাদেরের নেতৃত্বে এই অভিযানটি পরিচালনা হয়। বোমাটি নিষ্ক্রিয় করতে কাজ করেন ক্যাপ্টেন মোহতাসিম।
জামালপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মেহেনাজ ফেরদৌস জানান, মর্টার শেলটি ব্রিটিশের অর্জিনাল তৈরি৷ এটি ট্যাং ধংসকারী একটি মর্টার শেল। ১৯৭১ সালে ব্যবহৃত হত। তবে এ শেলটি কীভাবে এখানে এলো তা তদন্ত করে জানানো যাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, জামালপুরে গতকাল সন্ধ্যায় জামালপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কোজগড় এলাকার জামালপুর-টাঙ্গাইল মহাসড়কের পাশে এক পরিত্যক্ত জায়গায় এ মর্টার শেলটি দেখতে পান স্থানীয়রা।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]