
শেরপুর জেলার তিনটি আসনের ২টিতে নৌকা এবং একটিতে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।
শেরপুর-১ সদর আসনে ৫ বারের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. আতিউর রহমান আতিককে হারিয়ে ট্রাক প্রতীকে ১ লাখ ৩৬ হাজার ৯৩ ভোট পেয়ে স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. ছানুয়ার হোসেন ছানু বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী পেয়েছেন ৯৩ হাজার ৩৭ ভোট।
শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সংসদ উপনেতা বেগম মতিয়া চৌধুরী নৌকা প্রতীকে ২ লাখ ২০ হাজার ১৪২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। মশাল প্রতীক নিয়ে তার নিকটতম প্রতিদ্বন্ধী জাসদ মনোনীত প্রার্থী মোহাম্মদ শাহজাহান কিবরিয়া ৪ হাজার ৫৭৫ ভোট পেয়েছেন।
শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে মোট ১২৬টি ভোট কেন্দ্রের প্রাপ্ত ভোটে এডিএম শহিদুল ইসলাম নৌকা প্রতীক নিয়ে ১ লাখ ২ হাজার ৪৪৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্ধী স্বতন্ত্র প্রার্থী এসএমএ ওয়ারেজ নাইম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৪৬ হাজার ৭২৮ ভোট।
বিবার্তা/মনির/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]