নওগাঁয় সুষ্ঠু পরিবেশে চলছে ভোট উৎসব
প্রকাশ : ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৩২
নওগাঁয় সুষ্ঠু পরিবেশে চলছে ভোট উৎসব
নওগাঁ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নওগাঁয় সুষ্ঠু পরিবেশে শান্তিপূর্ণভাবে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শুরুর পর প্রথম দিকে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়তে শুরু করে।


নওগাঁ-৫ (নওগাঁ সদর) আসনের দুটি কেন্দ্রে ঘুরে দেখা যায়, ভোট শুরুর পর প্রথম দুই ঘণ্টায় ভোট পড়েছে ৭ শতাংশেরও কম। ওই দুটি ভোটকেন্দ্র হলো, নওগাঁ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মরছুলা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্র ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র।


মরছুরা বালিকা উচ্চবিদ্যালয় কেন্দ্রে ভোটকক্ষ ছয়টি। এই কেন্দ্রে মোট ভোটার ৪ হাজার ৩৭৩ জন। সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ভোট পড়ার হার ৬ দশমিক ২ শতাংশ। ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩৮৯৬ জন। ভোটগ্রহণ শুরুর ৬ দশমিক ৯০ শতাংশ ভোট পড়েছে।


মরছুরা বালিকা উচ্চবিদ্যালয়ের প্রিসাইডিং কর্মকর্তা হাসমত আলী বলেন, এখন পর্যন্ত ভোটের পরিবেশ খুব ভালো। তবে ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে ভোটার উপস্থিতি বাড়তে পারে।


নওগাঁ-১ আসনের নিয়ামতপুর উপজেলার হাজীনগর ইউনিয়নের কাপাস্টিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ২৪২ জন। প্রথম দুই ঘণ্টায় ১৫ শতাংশ ভোট পড়েছে। নিয়ামতপুরের পাড়ইল ইউনিয়নের বীরজওয়ান উচ্চবিদ্যালয়ের মোট ভোটার ৩ হাজার ৬ জন। দুই ঘণ্টায় সেখানে ভোট পড়েছে ১১ দশমিক ৯০ শতাংশ।


নওগাঁ-৪ (মান্দা) আসনের গনেশপুর ইউনিয়নের গনেশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মোট ভোটার ৩ হাজার ৯১৬ জন। দুই ঘণ্টায় কেন্দ্রটিতে ভোট পড়েছে ১০ শতাংশ।


রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. গোলাম মওলা বলেন, ‘নির্বাচনে তিন থেকে চার স্তরের নিরাপত্তা-ব্যবস্থা নেওয়া হয়েছে। জনমনে যে আশঙ্কা রয়েছে তা দূর করতে সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। সেনা, র‌্যাব, পুলিশ, বিজিবি, আনসারের সমন্বয়ে নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিটি আসনে স্ট্রাইকিং ফোর্স তৎপর আছে।’


নওগাঁর পাঁচটি সংসদীয় আসনে মোট ভোটার সংখ্যা ১৮ লাখ ৬৩ হাজার ৮২৮ জন। এর মধ্যে নারী ভোটার ৯ লাখ ৩৪ হাজার ৯০১ জন ও পুরুষ ভোটার ৯ লাখ ২৮ হাজার ৯২৭ জন। পাঁচটি আসনে মোট ২৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।


বিবার্তা/শামীনূর/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com