
রাজশাহীর ৬টি আসনে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোনো আসন থেকে অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।
ভোটগ্রহণ শুরু হয়েছে সকাল আটটায়, বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে বিকেল চারটা পর্যন্ত। শীতের সকালে কুয়াশায় ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি ভালো ছিল। শহরের তুলনায় গ্রামে ভোটার বেশি লক্ষ্য করা গেছে।
প্রতিটি কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনী দায়িত্বে রয়েছে। এছাড়াও সেনাবাহিনী, বিজিবি, র্যাবও মাঠে আছে।
রাজশাহীর ছয়টি আসনে প্রার্থী আছেন ৪১ জন। এর মধ্যে রাজশাহী-১ আসনে ভোটযুদ্ধে আছেন দশ জন, রাজশাহী-২ আসনে সাতজন, রাজশাহী-৩ আসনে ছয়জন, রাজশাহী-৪ আসনে ছয়জন, রাজশাহী-৫ আসনে ছয়জন ও রাজশাহী-৬ আসনে আছেন ছয়জন প্রার্থী।
রাজশাহী জেলায় মোট ভোটার ২১ লাখ ৭৭ হাজার ৭১৪। ভোটকেন্দ্র রয়েছে ৭৭০টি। এর মধ্যে পুরুষ ভোটার আছে ১০ লাখ ৮৪ হাজার ৭৩০ জন। নারী ভোটার আছে ১০ লাখ ৯২ হাজার ২৯৬ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। ভোটকক্ষ আছে চার হাজার ৯৬৩টি।
বিবার্তা/মোস্তাফিজ/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]