
পাবনায় শান্তিপূর্ণ পরিবেশে সকাল ৮ টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। এই কেন্দ্রে দুটি পৃথক ভবনে নারী পুরুষের জন্য আলাদা ভোট বুথ করা হয়েছে। সকাল থেকেই ভোটাররা সারিবদ্ধ ভাবে ভোট প্রয়োগ করছে। তীব্র শীত আর ঘন কুয়াশা রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি বাড়বে।
পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার আংশিক) আসনের আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কা প্রতীকের প্রার্থী ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকু নিজ নির্বাচনি এলাকার নিজ ভোট কেন্দ্র বেড়া উপজেলার বৃশালিখা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার আব্দুল ওহাব বলেন, সকাল ৮ টা ১০ মিনিটে নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট শামসুল হক টুকু তার ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটাধিকার প্রয়োগ শেষে কেন্দ্রে সাংবাদিকদের এক প্রতিক্রিয়ায় অ্যাডভোকেট শামসুল হক টুকু বলেন, উৎসবের আমেজে তৃপ্তিতেই নিজের ভোট দিলেন। জনগণের অংশগ্রহণে স্বতঃস্ফূর্ত ভোট শুরু হয়েছে। আশা করছি নৌকার বিজয় নিশ্চিত হবে।
বিবার্তা/পলাশ/জবা
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]