
রাজধানীর খিলক্ষেতের কুড়াতলি এলাকায় ট্রেনের ধাক্কায় অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
৬ জানুয়ারি, শনিবার দুপুর ১২টার দিকে কমলাপুর থেকে ছেড়ে আসা ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিমানবন্দর থানা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সানু মং মারমা জানান, খিলখেত কুড়াতলী এলাকা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, এলাকার লোকজনের মুখে জানতে পারি কমলাপুর থেকে ছেড়ে আসা একটি ট্রেন খিলক্ষেতের কুড়াতলি রেললাইন দিয়ে এক ব্যক্তি রাস্তা পারাপারে সময় ঘটনাস্থলে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, নিহতের নাম পরিচয় এখনো জানা যায়নি। বিস্তারিত জানার চেষ্টা চলছে। সিআইডি ক্রাইমসিনকে খবর দেওয়া হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা হবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]