
ভোটের একদিন আগের রাতে হঠাৎ রাজধানীর গোপীবাগে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়লেও এর প্রভাব পড়ছে না মেট্রোরেল চলাচলে।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন আগামীকাল রবিবার (৭ জানুয়ারি) নিয়মমাফিক মেট্রোরেল চলাচল করবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৬ জানুয়ারি, শনিবার ডিএমটিসিএলের উপমহাব্যবস্থাপক (প্রশাসন) নাজমুল ইসলাম ভূইয়া বলেন, ভোটের দিনেও মেট্রোরেল চলাচল করবে। বন্ধের কোনও নোটিশ দেওয়া হয়নি।
বর্তমানে মেট্রোরেল উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মধ্যবর্তী সব স্টেশনে যাত্রীদের চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মোট ১৬টি স্টেশন রয়েছে।
এসব স্টেশনের মধ্যে উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচল করছে সকাল সাড়ে ৭টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এরপর কেবল উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত রাত সাড়ে ৮টা পর্যন্ত মেট্রোরেল চালু থাকবে।
রবিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত দেশের ২৯৯ আসনে দ্বাদশ সংসদ নির্বাচনের ভোটগ্রহণ চলবে।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]