
বগুড়ার গাবতলীতে একটি ভোটকেন্দ্র থেকে দুটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করেছে পুলিশ।
৫ জানুয়ারি, শুক্রবার দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে বোমাগুলো উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, আটবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র থেকে দুপুরে অবিস্ফোরিত অবস্থায় হাতবোমাগুলো উদ্ধার করা হয়।
গাবতলী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ভোটারদের মনে ভীতি সৃষ্টি করতেই বোমাগুলো রাখা হয়েছে। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন আছে।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]