
বাগেরহাটের মোরেলগঞ্জে আব্দুস সালাম হাওলাদার (৬৫) নামের এক বৃদ্ধের গাছ থেকে পড়ে মৃত্যু হয়েছে।
৫ জানুয়ারি, শুক্রবার বিকালে উপজেলার খাউলিয়া ইউনিয়নের পশুরবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃত সালাম হাওলাদার ওই গ্রামের আবদুল হাকিম হাওলাদারের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার সময় সালাম হাওলাদার নিজ বাড়ির একটি খেজুর গাছে হাড়ি বাধতে উঠলে অসতর্কতাবশত সেখান থেকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার সাইদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে মোরেলগঞ্জ থানার এসআই মিঠুন খান বলেন, গাছ থেকে পড়ে মৃত্যুর খবর এখনো পর্যন্ত কেউ জানায়নি।
বিবার্তা/রাজু/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]