নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ আসনের প্রচারণা তুঙ্গে
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০২৪, ২১:৩১
নির্বাচনকে সামনে রেখে নাটোর-৪ আসনের প্রচারণা তুঙ্গে
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও নৌকাসহ শুধুমাত্র চার প্রার্থী ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। ভোট গ্রহণের দিন ঘনিয়ে এলেও অবশিষ্ট পাঁচ প্রার্থীর পোস্টার, মাইকিং কিংবা প্রচার-প্রচারণা চোখে পরেনি। এমনকি ভোটাররা তাদের নামও জানেন না।


এই আসনে প্রচারণায় আছেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান এবং স্বতন্ত্র তিন প্রার্থী। তারা হলেন- জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আসিফ আব্দুল্লাহ শোভন (ট্রাক), গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম (ঈগল) ও সুজন আহম্মেদ (দোলনা)।


ভোটারদের দেয়া তথ্যে প্রচারণায় সরব নয় এমন পাঁচ প্রার্থীরা হলেন-জাতীয় পার্টির (জেপি) এস এম সেলিম রেজা (বাই সাইকেল), বাংলাদেশ কংগ্রেস পার্টির শান্তি রিবেরু (ডাব), তৃণমূল বিএনপির প্রার্থী আব্দুল খালেক সরকার (সোনালি আঁশ), বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের গাজী আবু সায়েম রতন (নোঙর), জাতীয় পার্টির প্রার্থী আলাউদ্দিন মৃধা (লাঙল)। যদিও গত ২১ ডিসেম্বর সংবাদ সম্মেলন ডেকে আলাউদ্দিন মৃধা নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন তবে, ব্যালটে তার লাঙল প্রতীক আছে।


গুরুদাসপুর পৌর শহরের আনন্দ নগর ওয়ার্ডের ভোটার আব্দুল জব্বার বলেন, দেখতেই তো পাচ্ছেন চারিদিকে শুধু নৌকা, ট্রাক, ঈগলের প্রতীক লাগানো। কোথাও কোথাও দুই একটা দোলনার পোস্টার ছাড়া কোন পোস্টার নেই। অন্য প্রার্থীরা মাঠেও নেই।


উপজেলার খুবজীপুর ইউনিয়নের দিয়ার পাড়ার ভোটার মহরম আলী বলেন, নৌকার প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও স্বতন্ত্র প্রার্থী আসিফ আব্দুল্লাহ শোভনের (ট্রাক) মধ্যে মূল লড়াই হবে। নৌকা, ট্রাক, ঈগল ও দোলনা প্রতীকের প্রার্থীর বাইরে কাউকে চেনেন না ও তাদের প্রতীক সম্পর্কেও ধারণা নেই তার।


গুরুদাসপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভোটার আব্দুস সালাম বলেন, এখন আমাদের ঘুম নেই। আমরা মানুষের দ্বারে দ্বারে গিয়ে নৌকার পক্ষে ভোট চাচ্ছি।


একই ওয়ার্ডের ভোটার ও চা বিক্রেতা খয়বর মন্ডল বলেন, সব জায়গায় তো নৌকার পোস্টার দেখি। অন্যদের আমি চিনি না। নৌকাতেই ভোট দেবো। তিনি বলেন এ আসনে লড়াই হবে নৌকা আর ট্রাকের মধ্যে।


গুরুদাসপুরে পৌর মেয়র ও জেলা আ.লীগের সদস্য শাহনেওয়াজ আলী বলেন, নৌকা স্বাধীনতার প্রতীক, নৌকা উন্নয়নের প্রতীক। এ আসনে উৎসবের আমেজ বইছে, উৎসবমুখর পরিবেশে ভোট হচ্ছে। আর নৌকার প্রার্থীকে বিজয়ী করতে জনতা মুখিয়ে আছে।


বিবার্তা/জনি/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com